আগামী বছর বিধানসভা ভোটের আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যে লগ্নি আকর্ষণের জন্য ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বারে বারেই তুলে ধরছে রাজ্য। পাশাপাশি, রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকাঠামো তৈরিতেও জোর দিচ্ছে সরকার।

যদিও বাজেটের অভিমুখ কী হবে তা স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এগিয়ে বাংলা আমাদের সরকারের শুধু একটা স্লোগান নয়, এটা আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্র। সমাজের একটা অংশের উন্নয়ন হবে, আর বাকিদের হবে না, আমাদের সেটা উদ্দেশ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেক মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০১১ সালের আগে কৃষিতে যা ছিল, আমরা তার থেকে অনেক এগিয়েছি। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =