কৃষ্ণনগরে ১২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস নামার ফলে ওই রোড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। এদিন সকালে কৃষ্ণনগরের PWD মোড়ে জলঙ্গী নদীর উপর নির্মিত দ্বিজেন্দ্র সেতুতে ওঠার আগে ১২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস দেখতে পান গাড়ি চালকরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাস্তাটি বন্ধ করে দেয় বলে জানাগিয়েছে। এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে অন্য লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন সময় লাগবে মেরামত করতে এবং তারপর যান চলাচল স্বাভাবিক হবে।