প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। জানা গিয়েছে চিকিৎসা চলাকালীন এদিন সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া অযোধ্যায়। পুরোহিতের মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মহারাজের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রামমন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস। এরইমাঝে গত ২ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রন্ত হন তিনি। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। স্ট্রোকের পাশাপাশি রামমন্দিরের প্রধান পুরোহিত ডায়বেটিস এবং হাইপারটেনশনের সমস্যা ছিল। তিনি অসুস্থ থাকাকালীন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে অযোধ্যায় আনা হচ্ছে পুরোহিতের মৃত দেহ। আগামীকাল সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে, সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − six =