আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় শুরু। সোশ্যাল মিডিয়ায় সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করার বার্তা পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রী লিখেছেন, তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ! জয় বাংলা!