অবশেষে অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে আর সেই তালিকায় নাম রয়েছে মালদার এক তৃণমূল নেতার। সূত্রের খবর এই তৃণমূল নেতা আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ। দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন এই তৃণমূল নেতা কটাক্ষ বিজেপির। সুপ্রিম কোটের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোন ব্যাপার নেই পাল্টা তৃণমূল। এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশেই রয়েছেন এই তৃণমূল নেতা তথা চাকরি চুরির দাগীর তালিকায় থাকা তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদ। তার স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য বলে জানা গিয়েছে।
Home শিক্ষা