”২০২৬-র ভোটে ভবানীপুরে প্রার্থী মমতাই”, বার্তা সুব্রত বক্সির।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কলকাতা ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন বলে ইঙ্গিত দিলেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। তিনি দলের সমস্ত স্তরের কর্মীদের অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে ফেলে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণার পরই কর্মীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জেতানোর ডাক দিয়েছেন। নির্বাচনী রণকৌশল স্পষ্ট করে তিনি বলেন, বিজেপিকে এতটাই কম আসনে সীমাবদ্ধ রাখতে হবে যাতে তারা বিধানসভায় বিরোধী দলনেতার পদ LOP পাওয়ার যোগ্য না হয়। বিধায়ক মদন মিত্রও এই ঘোষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁর নিজের কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভবানীপুর আমার নিজের কেন্দ্র। এখানকার কর্মীরাই আমাদের আসল শক্তি, যদিও তারা হয়তো বড় নেতা নয়। যদি কেউ নিজেকে খুব বড় নেতা বা ‘স্যার’ মনে করে, তবে সেটাও দেখতে হবে।

ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, “একটা পরিকল্পনা করে ভবানীপুরকে বাইরের লোক দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে। গরিবদের বস্তি ভেঙে সেখানে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে। এই বিষয়গুলোর উপর নজর রাখতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 2 =