ভাঙ্গড়ে চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার,খুন করা হয়েছে বলে দাবি পরিবারের
ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে বাবলু মোল্লা নামে এক কৃষকের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাত ১টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ। ইতি মধ্যে পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।