আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। গতকাল রাট ১১ টার সময় মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় গাড়িটি পাশ কাটিয়ে বেড়িয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িটি ফলো করতে থাকে। ভয়ে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + eight =