অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কে ঘিরে তুমুল বিক্ষোভের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ জামুরিয়ার দরবারডাঙ্গা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারির সঙ্গেই বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী, সে সময়ই বেশ কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দিয়ে জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে, এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়।