দোরগোড়ায় ২১ জুলাই। শহিদ দিবসের দিনে বরাবর দলকে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এ বারের ২১ জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। কানাঘুষো, এক রাজনৈতিক হেভিওয়েটের যোগদান নিয়েও। যদিও দলের একটা বড় অংশ বলছেন, দিলীপ কোনওদিনই ঘাসফুলে পা বাড়াবেন না। যদিও দিলীপ ঘনিষ্ঠ অনেকে মানছেন, ২১ তারিখ একটা চমক সত্যিই রয়েছে। সেটা কী তা এখনও পরিষ্কার করা সম্ভব নয়। সূত্রে জানা গিয়েছে, তিনি খড়্গপুরেই থাকবেন। সেখান থেকেই কোনও বিশেষ বার্তা বা চমক দিতে পারেন দিলীপ ঘোষ।
Home রাজনীতি