জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ, কালিগঞ্জে বোমার আঘাতে প্রাণ গেলো নাবালিকার !

বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার। ঘটনাটি নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায়, ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী ,নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, “প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে। দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।”

অন্যদিকে, এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন,” এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।”

তবে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়।ইতিমধ্যেই শোকপ্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 6 =