‘৭৫ হলে থামতে হয়’, অবসর নিয়ে ভাগবতের নিশানায় ৭৪ -এর মোদি?

সামনের সেপ্টেম্বরেই ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর কি অবসর? আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নাগপুরের এক অনুষ্ঠানে RSS প্রধান তিনি জানিয়েছেন, ““৭৫ বছর বয়স মানেই বুঝে নিতে হবে সময় এসেছে সরে দাঁড়ানোর, নতুনদের জায়গা করে দেওয়ার। অন্যদের কাজ করতে দেওয়া উচিত।” আরএসএস প্রধানের এই মন্তব্যের পর বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন, সঙ্ঘ এ বার মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছে। ভাগবত পরোক্ষে প্রধানমন্ত্রীকেই এই বার্তা দিয়েছেন।

যদিও ভাগবত কারও নাম করেননি। তিনি এই মন্তব্য করেন আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনের কথা প্রসঙ্গে।নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, ‘‘মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।’’

বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। কংগ্রেসের জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন ,”বেচারা পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ! স্বদেশে কী প্রত্যাবর্তন – ফিরে আসার পর আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে তিনি ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৭৫ বছর পূর্ণ করবেন। প্রধানমন্ত্রী অবশ্য আরএসএস প্রধানকেও মনে করিয়ে দিতে পারেন যে তিনিও ১১ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সী হবেন। “এক তীর, দুটি লক্ষ্য। ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − three =