আগামীকাল বঙ্গে মোদী , প্রস্তুতি কতদূর ?

আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন তিনি।
সূত্রের খবর সকালে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে চেপে সকাল ১১টা ৫ মিনিটে রানাঘাটের হেলিপ্যাডে অবতরণ করবেন বলেই বঙ্গ বিজেপি সূত্রে খবর ।
হেলিপ্যাড থেকে সড়কপথে তিনি সভাস্থলে যাবেন। সেখানে সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। এরপর সড়কপথে তিনি জনসভার মাঠে পৌঁছবেন। সকাল ১১টা ৫৫ মিনিটে সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেখানে দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জনসভা শেষ হওয়ার পর নির্ধারিত হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে তিনি কলকাতা বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বায়ুসেনার বিমানে করে তিনি রওনা দেবেন অসমের গুয়াহাটির উদ্দেশে।
আজ, বিজেপি রাজ্য সভাপতি বিকেল ৫টা নাগাদ মোদীর সভাস্থল পরিদর্শন করতে যেতে পারেন বলেও সূত্রের খবর । খতিয়ে দেখবেন প্রস্তুতি। রাজ্য বিজেপির লক্ষ্য, রানাঘাটের তাহেরপুরের জনসভায় নাগরিকত্ব ও মতুয়াদের ভোটাধিকার নিয়ে সুনির্দিষ্ট কোনও বার্তাকী দেবেন প্রধানমন্ত্রী সেই দিকেই এখন নজর বঙ্গবাসীর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 1 =