২০১৭ সালের পর আরও এক বার চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল ICC । ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ জিতেছিল, তার থেকে কমই পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। এদিন ICC জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৯ কোটি টাকা)। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা)। সূত্রের খবর সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লক্ষ ৬০ হাজার ডলার (প্রায় ৫ কোটি টাকা) করে। আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্যের থেকে এ বারের মোট পুরস্কার মূল্য ৫৩ শতাংশ বেশি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার (প্রায় ৩৫ কোটি টাকা)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা) করে দেবে ICC। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্যেও থাকবে পুরস্কার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা) করে। জানাযাচ্ছে সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে ১ লক্ষ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা) করে। এ ছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৩৪ হাজার ডলার (প্রায় ৩০ লক্ষ টাকা)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনও দল পাঁচটি ম্যাচই জেতে (গ্রুপ পর্বে তিনটি, সেমিফাইনাল এবং ফাইনাল) তা হলে প্রায় ২১ কোটি টাকা পাবে সূত্রের খবর।