দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে গতকাল ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল ভেঙ্গে পরে, অভিযোগ তাতেই চাপা পড়ে প্রাণ হারালেন মা বৃহস্পতি কর্মকার(৪৩) ও তাঁর দুই সন্তান শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)।
আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মন্দিরপাড়া থানার পুলিশ। পুলিশের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।