মেদিনীপুর থেকে উদ্ধার টাকার পাহাড়! বালি ব্যবসায়ীর বাড়িতে এত এত নোটের বান্ডিল! ED সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে।
ED সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে। আর এভাবেই বিরাট অঙ্কের টাকা নয়ছয় হয়েছে। ED এখন জানতে চাইছে, বেআইনিভাবে বালি পাচারের মুনাফা কি GD মাইনিং প্রাইভেট লিমিটেডের ঘরে গেছে? এই টাকা কি কোনও প্রভাবশালীর কাছেও পৌঁছেছে? বিভিন্ন হাত ঘুরে কি কালো টাকা সাদা করা হয়েছে?
সেই তল্লাশি করতে গিয়ে এবার মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল টাকার পাহাড়। বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার ৬৪ লক্ষ টাকা, এমনটাই খবর ইডি সূত্রে। প্রায় ১৪ ঘণ্টা ইডি তল্লাশি বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে। বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল নোটের বান্ডিল, খবর ইডি সূত্রে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।