বেটিং চক্রে জড়িত শিক্ষকের বাড়িতে উদ্ধার টাকার পাহাড় ?

বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিক্ষককে। সূত্রের খবর ধৃত শিক্ষকের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে কিছুদিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এরপর একই অভিযোগে শনিবার গ্যাংটক থেকে বিশাল দাস ও অপূর্ব সরকার বলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃত অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। তিনি নাকি বেশ কিছুদিন স্কুলেও যাচ্ছিলেন না। অপূর্বকে গ্রেফতার করার পরই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ থেকেই পুলিশ টাকার খবর পায়। তারপর গতকাল গঙ্গারামপুরের SDPO দীপাঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে হানা দিয়ে তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। শোয়ার ঘরে বক্স খাটের ভিতরে রাখা ছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। বাকি টাকা গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়। এই বেটিং চক্রে আর কেউ জড়িত কি না, তা তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =