ফের ট্রেন বাতিল! রেল লাইনের সংস্কারের কারণে শনি ও রবিবার ফের শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে, এবার বনগাঁ রুট। দক্ষিণ পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট রুটে চলাচল বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট রুটে ১০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, ওভারহেড তারের সংস্কার করা হবে। সেকারণেই সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। যার জেরে শনিবার শিয়ালদা-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬ এবং বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭৩৯, ৩৩৭৩৮ ট্রেন বাতিল থাকবে।একইভাবে রবিবার বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =