NAAC-এর রেটিংয়ে গ্রেড ‘এ’ পেল নদিয়ার কল্যাণীর JIS কলেজ
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা NAAC-এর রেটিংয়ে গ্রেড ‘এ’ পেল নদিয়ার কল্যাণীর JIS কলেজ। জেআইএস গোষ্ঠীর এই স্বীকৃতি এক ব্যতিক্রমী ঘটনা। এর আগেও জেআইএস এই স্বীকৃতি পেয়েছে। সেই ধারা কলেজ কর্তৃপক্ষ বজায় রাখল। এর ফলে খুশির হাওয়া কলেজ জুড়ে।
শুধু তাই নয়, আগামী ৫ বছরের জন্য এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই স্বীকৃতি বহাল থাকবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রেটিং দেওয়ার ব্যাপারে ন্যাক-এর কিছু সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। শিক্ষার মান, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো প্রভৃতি যাচাই করা হয়। নদিয়ার কল্যাণীর জেআইএস কলেজ শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। এখানে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক শিক্ষাদান ব্যবস্থা। রয়েছে আন্তর্জাতিক মানের স্মার্ট ক্লাসের ব্যবস্থা।
জেআইএস কলেজের প্রিন্সিপাল পার্থ সরকার বলেন, “এই স্বীকৃতিতে খুশি সবাই। এর ফলে দায়িত্ব আরো বেড়ে গেল। আগামী দিনেও এই ধারা বজায় রাখতে হবে আমাদের।