BLO-দের সাম্মানিক মেটাতে ৬১ কোটি অনুমোদন নবান্নের !

বাংলায় এনুমারেশন পর্বের প্রায় শেষ পর্যায়ে বুথ লেভেল অফিসারদের সাম্মানিক মেটাতে নবান্ন অবশেষে ৬১ কোটি টাকা মঞ্জুর করল বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর । যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিএলও–দের মোবাইলের ডেটা–প্যাকের খরচ হিসেবে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেজন্য প্রয়োজন ছিল আরও ৮১ কোটি টাকা। এই টাকা অবশ্য নবান্ন এখনই বরাদ্দ করছে না।

কমিশন সূত্রে খবর, রাজ্যের অর্থ দপ্তরের ছেড়ে দেওয়া এই বরাদ্দের মধ্যে ৫০ কোটি টাকা আপাতত প্রায় ৯৫ হাজার বিএলও–র প্রাপ্য সাম্মানিক হিসেবে দেয়া হবে । বাকিটা জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়া হবে। SIR -এর কাজের জন্য জেলায় অফিস চালাতে যে খরচ হচ্ছে, তা মেটাতে এই টাকা প্রয়োজন।

CEO দপ্তর থেকে গত সপ্তাহে রাজ্য সরকারকে নিয়মমাফিক ৭০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থ দপ্তর আশ্বাস দিলেও অজ্ঞাত কারণে তা আটকে ছিল। সোমবার সেই বরাদ্দের একাংশ হিসেবে ৬১ কোটি টাকা দেওয়া হয়েছে অর্থ দপ্তরের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + sixteen =