বর্ধমান-হুগলি থেকে বীরভূম-বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নদিয়ার ?

আটকে পড়ছে সবজির গাড়ি থেকে অ্যাম্বুল্যান্স। অনির্দিষ্টকালের জন্য বন্ধ গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ সেতু। কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে নদিয়ার কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু। ফলে সড়কপথে নদিয়ার সঙ্গে বেশ কয়েকটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভাগীরথী নদীতে সেতুর পরিবর্তে ভেসেলে পারাপার করতে হচ্ছে ভারী যানবাহন গুলিকে। ঘাট পারাপার করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রাক সহ অন্যান্য গাড়িগুলিকে। আটকে পড়ছে সবজির গাড়ি থেকে অ্যাম্বুল্যান্স। স্বাভাবিকভাবেই বাড়ছে মানুষের হয়রানি। বাড়ছে খরচও।

ভাগীরথী নদীতে নদিয়ার শান্তিপুরের কাছে রয়েছে দুটি ফেরিঘাট। একটি পূর্ব বর্ধমানের কালনা ও অপরটি হুগলির গুপ্তিপাড়ায়। প্রত্যেকটি ফেরিঘাটে যানবাহনের লম্বা লাইন। সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী ট্রাক ও গাড়ি। বাড়ছে যানবাহনের মাধ্যমে যাতায়াতের খরচ, স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের মূল্য।

প্রায় ৪৫ দিন নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার ফলে প্রভাব পড়ল শান্তিপুরের ফেরিঘাট গুলিতে। বড়, ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্যবোঝাই গাড়িগুলিকে। তার মধ্যে রয়েছে সবজি বোঝাই গাড়ি। বর্ধমান, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার সঙ্গে নদিয়ার যোগাযোগ রয়েছে ১২ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে। উত্তরবঙ্গের সঙ্গেও বর্তমানে সড়কপথে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই গৌরাঙ্গ সেতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =