‘‘নমস্কার, ভালো থাকবেন’’, মমতাকে বার্তা মোদির !

কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রদর্শনে ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে, কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে মোদির শুভেচ্ছা – ভালো থাকবেন। তিন দফায় গত দু’মাসে রাজ্যে তিনটি রাজনৈতিক সভা করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এবারের সফরে কোনও রাজনৈতিক ছোঁয়া রাখেননি প্রধানমন্ত্রী। এমনকী, কলকাতায় রাজভবনে রবিবার রাত্রিবাস করলেও বিজেপির কোনও নেতা বা মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেননি।

যদিও সোমবার দুপুরে প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। প্রথাগতভাবে কলকাতা ছাড়ার সময় বিমানে ওঠার আগে দলীয় সহকর্মীদের পাশাপাশি উপস্থিত রাজ্যের ‘প্রোটোকল মন্ত্রী’ সুজিত বসুকেও নমস্কার জানান প্রধানমন্ত্রী। আর তখনই সুজিত বসুর সামনে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য জানিয়ে ‘নমস্কার’ বার্তা দিয়েছেন মোদি। সুজিত বসুর কথায়, “প্রধানমন্ত্রী বলেন, আমার তরফে মুখ্যমন্ত্রীকে ‘নমস্কার জানাবেন, ভালো থাকবেন’ বলেছি বলে জানিয়ে দেবেন। গতকাল রাতে দমকলমন্ত্রী স্বীকার করেন, “আমি সবসময় মুখ্যমন্ত্রীর তরফে অর্পিত দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা যথাসময়ে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 7 =