সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ছবা-র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিকি কৌশল অভিনীত এই ছবিতে তুলে ধরা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি। শুক্রবার নয়াদিল্লিতে ৯৮ তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে মারাঠি এবং হিন্দি সিনেমাতে মহারাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, এই উপন্যাস পাঠকদের সম্ভাজি মহারাজের সাহসিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মহারাষ্ট্র বা মুম্বই মারাঠি এবং হিন্দি উভয় ভাষার সিনেমাকেই এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। ‘ছবা’ সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। এই ছবিতে সম্ভাজি মহারাজের বীরত্বের নানা দিক তুলে ধরা হয়েছে।