পানীয় জল থেকে অসুস্থ কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। উত্তর বাসুদেবপুর অঞ্চলের চৌধুরী পাড়া অঞ্চলে জলবায়িত রোগে আক্রান্ত হয় প্রায় শতাধিক মানুষ। ইতিমধ্যে প্রায় বেশ কয়েকজনকে সাগর দত্ত হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি হয়।পানীয় জল ব্যবহারে সর্তকতা জারি করে , গতকাল থেকে টোটো করে প্রচারে নেমেছেন খুব তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। পুরসভার পক্ষ থেকে পানীয় জল পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুরে সেই অঞ্চলে আসেন পৌর প্রধান গোপাল সাহা । পৌরসভার স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন , ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই সহ পৌরপ্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী উপস্থিত হয়ে এলাকায়। যারা আক্রান্ত হচ্ছে তাদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয়টি খোঁজখবর নেন. চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, জল থেকেই এই উপসর্গ ছড়াতে পারে। ইতিমধ্যেই জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাকেন্দ্রে। রিপোর্ট এলে বোঝা যাবে, কী থেকে সমস্যার সূত্রপাত। এলাকায় অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে খোলা হয়েছে। সেখানে ডাক্তার দেখাতে এসেছেন একাধিক ডায়েরিয়ায় আক্রান্ত এলাকাবাসী।পানীয় জল থেকেই তারা অসুস্থ হচ্ছেন কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কামারহাটি পুরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =