বাংলার জন্য সুখবর। রাজ্যের আরও ৭টি পণ্য পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। যার মধ্যে রয়েছে নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, রাঁধুনিপাগল চাল, বারুইপুরের পেয়ারা এবং মালদার নিস্তারি রেশম সুতো। আরও ৭টি পণ্য যোগ হওয়াতে রাজ্যের মোট ৩২টি পণ্য GI তালিকায় স্থান পেয়েছে।
কেন্দ্রীয় সরকারের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ পণ্য বা প্রাকৃতিক সম্পদের যথাযথ বাণিজ্যিক ব্যবহারের জন্য GI ট্যাগ দেয়। এখনও পর্যন্ত, সারা দেশ থেকে ৫০৯টি পণ্য এই ট্যাগ পেয়েছে।