তৃণমূলের সমর্থক গোষ্ঠী ‘ফ্যাম’-এর পক্ষ থেকে হলুদ পতাকায় ছেয়ে ফেলা হয়েছিল দক্ষিণ কলকাতা। তাতে লেখা ‘অধিনায়ক অভিষেক’। এ বার রাতারাতি সেই পতাকার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং ঝোলাল ‘ফ্যাম’। সেখানে লেখা রয়েছে ‘সর্বাধিনায়িকা জয় হে।’ অর্থাৎ অভিষেক অধিনায়ক। এবং মমতা সর্বাধিনায়িকা। ‘ফ্যাম’-এর ওই পতাকা নিয়ে তৃণমূলের অন্দরেই জল্পনা তৈরি হয়। দলের সর্বোচ্চ স্তরের সমীকরণ, ‘দূরত্ব’, ‘নৈকট্য’ নিয়ে আলোচনা নতুন করে উস্কে দিয়েছিল হলুদ পতাকা। কিন্তু, রাতারাতি সেই হলুদ পতাকার পাশেই মমতাকে সর্বাধিনায়িকা সম্বোধন করে হোর্ডিং লাগানো হয়েছে।