রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজজিলান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে রোহিত শর্মার দল সুবিধা পেয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে খেলার সময় চোট পেয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি। রবিবার তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।গতকাল ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান। ক্যাচটি সফল ভাবে ধরলেও চোট এড়াতে পারেননি হেনরি। মাঠেই ছটফট করতে থাকেন। ফিজিয়ো এসে চিকিৎসা করার সময়ও বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাঁকে। এক সময় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে।

ম্যাচের পর হেনরির সম্পর্কে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, “ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়”। হেনরি খেলতে না পারলে সুবিধা হবে ভারতের। গত রবিবারের সাক্ষাতে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে ভারতের পাঁচ ব্যাটারকে ফেরান। সেটাই তাঁর ক্রিকেটজীবনের সেরা বোলিং ফিগার। হেনরি না খেললে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন রোহিত শর্মারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =