এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের পালা। জেপি নাড্ডার বদলে কে সভাপতি হবেন? তা নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরেই। সেখানেই এবার শোনা যাচ্ছে মহিলা প্রার্থীর কথা। সূত্রের খবর, এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কোনও মহিলা নেত্রীকে বসানো হতে পারে। এবং সভাপতি হিসাবে সবার প্রথমেই উঠে আসছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম।
বিজেপির নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি এক পদেই থাকতে পারেন। সেই হিসাবেই জেপি নাড্ডার উত্তরসূরী কে হবেন, তা খোঁজা হচ্ছিল। শীর্ষনেতারা একাধিক বৈঠক করেছেন এই বিষয় নিয়ে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, একাধিক বিজেপি নেত্রীর নাম উঠে আসছে। নতুন সভাপতির দৌড়ে নাম শোনা যাচ্ছে নির্মলা সীতারামন, ডি পুরান্ডেশ্বরী ও বনথী শ্রীনিবাসনের। তিনজনই আবার দক্ষিণ ভারতের।
দক্ষিণ ভারতে তেমন শক্তিশালী সংগঠন নেই বিজেপির। নির্মলা সীতারামনকে সভাপতি নির্বাচিত করা হলে, দক্ষিণেও জোর বাড়বে বিজেপির। এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন নির্মলা। সংঘ পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল। তবে নির্মলা সীতারামনকে সর্বভারতীয় সভাপতি করলে, অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে হবে অন্য কাউকে।