যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরও হামলার অভিযোগ। ছাত্রদের কয়েক জনও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আর সেই ঘটনায় এবার একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তরুণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বলে সূত্রের খবর। বর্তমানে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।
অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই তরুণকে। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা যখন ঘটে, তাঁকে সেখানে দেখাও গিয়েছে। ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজই ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ।