হুগলির কানাইপুরে তৃনমূল নেতা খুনে এবার গ্রেফতার আরও ১।

এবার গ্রেফতার হুগলির কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা। এই ঘটনায় আগেই পাকড়াও হয়েছিল বিশ্বনাথ দাস ওরফে বিশাল। পুলিশ সূত্রে খবর ,এই বিশা এবং বাঘা দু’জনই খুনের ঘটনার মাস্টারমাইন্ড। পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৪। ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল নিহতের। গত ৩০ জুলাই, হুগলির কোন্নগরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন করা হয়। নিজের গ্যাসের অফিসের সামনেই আক্রান্ত হন তৃণমূল নেতা। কুপিয়ে খুন করা হয় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে।

হুগলির কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার হওয়া ভোলানাথ দাস ওরফে বাঘা। অপরাধের ভুরিভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বাঘা ওরফে ভোলানাথ দাসের ভাই বিশা ওরফে বিশ্বনাথ দাস সহ দুই ভাড়াটে খুনিকে আগেই গ্রেফতার করে পুলিশ। বাঁকুড়ার সোনামুখি থেকে বাঘাকে গ্রেফতার করা হয় আজ সকালে। বাঘা কানাইপুরে ত্রাস ছিলো এক সময়ে। হুব্বা শ্যামলের ভয়ে সে এলাকা ছেড়েছিল। কানাইপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে তৃনমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করে বাঘা।তার ভাই বিশা তিন লাখ টাকা দিয়ে বারাসাত ও শাসনের দুই খুনিকে ভাড়া করে।

গ্রেফতার হওয়া চারজন এবং বাকি ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − twelve =