মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি, মুখ্যমন্ত্রীর প্রশংসায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম।
গতকাল বিকেলে হাই কোর্ট লাগোয়া টাউন হলে রাজ্যের বিচারবিভাগীয় দপ্তর তাঁকে বিদায় সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিরা। ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরেও জোর দেন তিনি।