ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে ICC-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচের সম্প্রচারের সময় আয়োজক হিসেবে পাকিস্তানের নাম না থাকায় ICC-কে চিঠি লিখে কারণ দর্শাতে বলেছে PCB। এক্ষেত্রে PCB-র নিশানায় সম্প্রচারকারী সংস্থা।

PCB , ICCকে জানিয়েছে, ভারত বাংলাদেশ ম্যাচ সম্প্রচারের সময় স্ক্রিনের বাঁ দিকে উপরে চ্যাম্পিয়ন্স ট্রফি লেখা ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী, সেখানে আয়োজক দেশের নাম ছিল না। কিন্তু পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে সেটা ছিল। কেন এই পার্থক্য সেটা জানতে চেয়েছে পাকিস্তান। নিয়ম অনুযায়ী, সম্প্রচারের সময় টুর্নামেন্টের লোগো ও আয়োজক দেশের নাম দিতে হয়। সেই হিসেবে এ বার ICC চ্যাম্পিয়ন্স ট্রফি লেখার পাশাপাশি সেখানে পাকিস্তানের নামও লিখতে হতো। কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচে সেটা ছিল না।

ICC, PCB-তে জানিয়েছে যে বিষয়টা হয়েছে প্রযুক্তিগত সমস্যার জন্য। যদিও এই উত্তরে সন্তুষ্ট নয় PCB। পাকিস্তানের দাবি, প্রথম ম্যাচে যদি আয়োজক দেশের নাম ব্যবহার করা যায়, তা হলে দ্বিতীয় ম্যাচে কী করে নামটা সরে গেল? সম্প্রচারের সময় লোগোর দায়িত্ব থাকে সম্প্রচারকারী সংস্থার হাতে। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচার করছে যেই সংস্থা তাদের হাতে দায়িত্ব। এক্ষেত্রে ICC-র কিছু করার নেই।

আয়োজক হিসেবে পাকিস্তানের নাম নিয়ে সমস্যা শুরু থেকে ছিল। ভারতীয় দল আয়োজক হিসেবে পাকিস্তানের নাম রাখতে চায় না বলে খবর ছিল। যদিও চূড়ান্ত জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =