পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে মোদি সরকার। পাকিস্তানের ৮০% কৃষিকাজই সিন্ধুর জলের উপর নির্ভরশীল। কারণ করাচি, লাহৌর, থেকে মুলতান, সব জায়গারই লাইফলাইন হল সিন্ধুর জল। ভারত জলচুক্তি সিন্ধু স্থগিত করতেই, পাকিস্তানের মাথায় হাত পড়েছে! আর এবার আবারও খাঁড়ার দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে আবারও ওয়াটার স্ট্রাইক করেছে ভারত। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চেনাব নদীর জল আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর বাগলিহার বাঁধের গেট বন্ধ করে ভারত পাকিস্তানে চেনাব নদীর জলস্তর কমিয়ে দিয়েছে। যার ফলে পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত ৯০% কমে গিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারতের এই পদক্ষেপকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ এরপর কিষাণগঙ্গা বাঁধের ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এতটা জলস্তর হ্রাসের ফলে পাকিস্তানের কৃষি ও পরিবেশের উপর তীব্র প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে পাকিস্তান আরও বিপাকে পড়তে পারে।