জল পেতে হবে এবার পাকিস্তানকে মানতে হবে ভারতের এই শর্ত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন, ‘ভারত সিন্ধু জলবন্টন চুক্তি ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখবে, যতক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে।’সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘কাশ্মীর নিয়ে আমরা তখনই আলোচনায় বসব, যখন সেই আলোচনার বিষয় হবে PoK। আর সিন্ধু জলবন্টন চুক্তি এখনও স্থগিত রয়েছে। আগামী দিনেও স্থগিত থাকবে। যতক্ষণ না তারা সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ করছে, ততক্ষণ এই চুক্তি স্থগিত রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সঙ্গে এই সমস্যা আজকের নয়। তাই ওরা যতক্ষণ না পর্যন্ত ওদের সন্ত্রাসবাদের পরিকাঠামো ভাঙছে ততক্ষণ সমাধানের কোনও জায়গা নেই।’

উল্লেখ্য, পাকিস্তান আলোচনার পথ খোলার চেষ্টা করলে নিজেদের অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =