বিহারের ভোটার তালিকায় উঠল পাক নাগরিকের নাম ?

বিহারের ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক। সম্প্রতি পড়শি রাজ্যে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন চালিয়েছে নির্বাচন কমিশন। তারপর সেই সমীক্ষার ভিত্তিতে প্রকাশিত খসড়া তালিকাতেই উঠে এসেছে পাকিস্তানের এক বৃদ্ধার নাম। যা সাড়া ফেলেছে গোটা রাজ্যজুড়ে।

বর্তমানে বিহারের ভাগলপুরেই রয়েছেন ওই পাক নাগরিক। নাম ইমরানা খানাম। স্থানীয়রা জানিয়েছেন, তার বেশ বয়স হয়েছে। বিছানা থেকেও উঠতে পারে না। নিজের দৈনন্দিন কাজও কারওর সাহায্য ছাড়া তার পক্ষে করা অসম্ভব।সংবাদসংস্থা এএনআই-কে ওই এলাকার বুথ লেভেল অফিসার ফরজানা খানাম জানিয়েছেন, ‘ওই পাক নাগরিকের নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বার্ধক্যজনিত কারণে উনি বিছানাতেই প্রায় শয্যাশায়ী। এই পরিস্থিতি নাম বাতিলের প্রক্রিয়া বা ভিসার জন্য ছোটাছুটি করা তার পক্ষে করা অসম্ভব।’

কিন্তু এই বৃদ্ধা পাকিস্তান থেকে কবেই বা এলেন? এখানে কি একাই থাকেন নাকি পরিবার পরিজন রয়েছে? প্রশাসন সূত্রে খবর, ওই বৃদ্ধার থেকে ১৯৫৬ সালের একটি পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার হয়েছে। ১৯৫৮ সালে ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ইমরানা। তারপর থেকে যান এখানেই। অবশ্য, তার পরিবার-পরিজন বলতে কেউ রয়েছে কিনা তা জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =