২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছে। কিন্তু, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ৬ দিনের মধ্যেই পাকিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে, টিম ইন্ডিয়া এখনও বহাল তবিয়তে দুবাইয়ে নিজেদের ম্যাচ খেলে যাচ্ছে। ইতিমধ্যে, নোংরামি শুরু করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট সমর্থকরা। লাহোর স্টেডিয়ামে পাকিস্তানের এক সমর্থক ভারতের পতাকা নিয়ে এসেছিলেন। তাঁকে স্টেডিয়াম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এদিন লাহোর স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ভিডিওয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পতাকাও দেখতে পাওয়া গিয়েছে। ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামে পাকিস্তানের একজন ক্রিকেট সমর্থক ভারতের পতাকা ওড়াতে থাকেন। সেটা নজরে আসতেই পড়িমড়ি করে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁর জামা ধরে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়। পরবর্তীকালে ওই সমর্থককে স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়। এর আগেও অবশ্য এই টুর্নামেন্টে ভারতীয় পতাকা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেখানে দেখা যায়, বাকি দেশগুলোর পতাকা উত্তোলন করা হলেও, ভারতের কোনও পতাকা সেখানে নেই। PCB-র এহেন আচরণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছিলেন।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দল যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছে। পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে গ্রুপ পর্বের দুটো ম্য়াচই হেরে গিয়েছে। প্রথমে নিউজিল্যান্ড এবং তারপর ভারতের কাছে হেরে যায়। আর সেকারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মহম্মদ রিজওয়ানের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + six =