BSF এর গুলিতে মৃত্যু পাক-অনুপ্রবেশকারীর ?

পহেলগামে হামলার পরে পাকিস্তানের সীমান্তে নজরদারি বাড়িয়েছে সেনা এবং বিএসএফ। এরই মধ্য সোমবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কাঠুয়ার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কয়েক জন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করে বলে অভিযোগ। তাদের বাধা দেয় সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে তারা গুলি চালায়। পাল্টা গুলি চালায় বিএসএফও। ওই গুলিতেই এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে মৃতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পহেলগামে হামলা এবং এর পরে ভারত-পাক সামরিক সংঘর্ষের পর জম্মু -কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জম্মু-কাশ্মীর ছাড়াও অন্য এলাকাতেও ভারত-পাক সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যেই বেশ কয়েক বার ভারত-পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে জানিয়েছে সেনা এবং নিরাপত্তারক্ষী বাহিনী।

BSF জানিয়েছে, সোমবার সন্ধ্যাতেও আবার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তানের নাগরিকরা। জম্মু-কাশ্মীরের কাঠুয়ার হিরানগর সেক্টরের চান্দওয়ান এবং কোঠে সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করে তারা। এই বিষয়টি নজরে আসতেই তাদের সতর্ক করে বিএসএফ। কিন্তু বিএসএফের সতর্কবাণী না শুনেই তারা গুলি চালায়। এর পাল্টা জবাব দেয় বিএসএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =