নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ আর ইচ্ছে মতো সাধারণ মানুষের উপর কোনও ফি বা কর চাপাতে পারবে না। এ কথা জেলাশাসকদের জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

সম্প্রতি বেশ কিছু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিল এবং যা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গিয়েছে বলে নবান্নে অভিযোগ এসেছিল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত।

প্রশাসন সূত্রের খবর, জেলাশাসকদের মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতকে কোনও কর বা ফি ধার্য করতে হলে রাজ্যের অর্থ দপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে অনুমতি নিতে হবে। মুখ্যসচিব এ ব্যাপারে বিডিও এবং জেলাশাসকদের বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 8 =