শিক্ষক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই। আগেই আদালতে পেশ করা চার্জশিটে একথা দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। এবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে একই কথা জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি। সূত্রের খবর, সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন গোপন জবানবন্দিতে পার্থর প্রাক্তন ওএসডি দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সেসময়ই ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল। এর আগে নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই। এবার প্রাক্তন মন্ত্রীর ওএসডিও আদালতে গোপন জবানবন্দিতে নিয়োগ দুর্নীতির মাথা হিসেবে পার্থকেই দায়ী করলেন। যার জেরে নিয়োগ মামলায় পার্থর বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − six =