গোপন সূত্রে খবর পেয়ে ইসলামিক স্টেট-এর ১ সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল গুজরাট ও হরিয়ানা STF-র যৌথবাহিনী। ধৃত জঙ্গির বয়স মাত্র উনিশ বছর। মন্দিরে হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ফরিদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হওয়া গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই জঙ্গি। অযোধ্যার রামমন্দিরের পাশাপাশি গুজরাটের সোমনাথ মন্দিরেও নাশকতার ছক কষা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা IS জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর একটি মাংসের দোকান চালানোর পাশাপাশি রিক্সা চালক হিসেবে কাজ করেন ধৃত। শোনা যায় দশ মাস আগে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে তিনি যোগদেন। এরপরই রামমন্দিরে হামলার জন্য তাঁকে অনলাইনে ট্রেনিং দেওয়া হয়। সম্প্রতি দিল্লি যাওয়ার নাম করে ট্রেনে ফরিদাবাদ যায় সেই ধৃত। সেখানে ছদ্মনাম নিয়ে এক হোটেলে ওঠেন। এক হ্যান্ডেলারের থেকে তিনি হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করেছিলেন বলেও পুলিশ জানতে পেরেছে। অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তাঁর ফোন থেকে দেশের একাধিক ধর্মীয় স্থানের ছবি ও ভিডিও মিলেছে। STF-র পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে NIA ও IB।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 3 =