গুজরাটে ব্রিজ বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর !

ব্রিজ ভেঙে নদীতে গাড়ি পড়ে গুজরাটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় এদিন শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল প্রধানমন্ত্রীর তরফে। অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার নেপথ্যে উঠে আসছে গাফিলতির তত্ত্ব।

বর্তমানে ব্রিকস উপলক্ষে ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এই দুর্ঘটনার খবর শোনার পর শোকপ্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। একইসঙ্গে মৃত ও আহতদের উদ্দেশে ক্ষতিপূরণ ঘোষণা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =