প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বন্ধু’ গৌতম আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার নতুন অভিযোগ উঠল। পাকিস্তান সীমান্তের কাছে আদানি গোষ্ঠী সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পে হাত দিচ্ছে। অভিযোগ, সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা হওয়া সত্বেও এই প্রকল্পের জন্য নিরাপত্তা বিধি শিথিল করা হয়েছে। এই সংক্রান্ত সংবাদ প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস।
বিষয়টি নিয়ে একযোগে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মন্তব্য করেছেন, দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।