২৮৫ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গোটা পৃথিবী তাঁর ও তাঁর-সহ নভোচরদের অপেক্ষায়। পৃথিবীতে সুনীতা উইলিয়ামস-সহ চার নভোচরের অবতরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
নভোচর সুনীতা উইলিয়ামসকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামনে এসেছে সেই চিঠি। প্রধানমন্ত্রী মোদী সুনীতার উদ্দেশে লিখেছেন, ‘ভারতের ১.৪ বিলিয়ন মানুষ আপনার জন্য দারুণ গর্বিত। আপনি আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছাকাছিই আছো।