টুর্নামেন্টে ইতিমধ্যে পাকিস্তানকে দু’বার হারিয়েছিল ভারত। ফাইনালেও যে তাঁদের হারাবে, এই আশাই ছিল ভারতীয়দের। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে একটু নড়বড়ে হলেও আখেরে জয় পেয়েছে নীল জার্সিধারীরাই। এশিয়া কাপ ফাইনালে আবার পাক বধ করেছে ভারত। আর এই জয়ের পরই পড়শি দেশকে অপারেশন সিঁদুর খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত এশিয়া কাপ জেতার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, মাঠেও অপারেশন সিঁদুর, আর ফলাফল সেই একই। ভারত জিতেছে। পহেলগাম হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযান করেছিল। তাতে সে দেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। মারা যায় ১০০-র বেশি সন্ত্রাসবাদীও। এর পাশাপাশিও পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয় ভারত। আর এশিয়া কাপ জয়ের পর কার্যত এক বাক্যে সেই বিষয়টিই মনে করালেন প্রধানমন্ত্রী।