পহেলগাঁও তে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী। কঠিন প্রত্যাঘাতে পরে পাকিস্তানের তরফে যুদ্ধ বিরতী আবেদন আসার পর আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত। আর এরপরেই দেশজুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ মনে করেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়ার, পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়ার। দু দেশের সংঘর্ষ বিরোধী ক্ষেত্রে আমেরিকার নাক গলানোতেও শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক। এসবের মাঝেই দেশের পক্ষে জোড়ালো সওয়াল করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলে জানালেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা যে পাকিস্তানকে কি যোগ্য জবাব দেয়া হয়েছে ? তার উত্তরে হুগলীর সাংসদ জানান, হ্যাঁ নিশ্চয়ই। যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, এটাই করা উচিত ছিল। এবং আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালই হবে। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান, নিশ্চয়ই POK আমাদের আসা উচিত। রিষড়ার বিএসএফ জওয়ান পুনর্ম কুমার সাউ এখনো পাকিস্তানের হাতে আটক। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন , ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাইনা। আমরা চাই মানুষ ভালো থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়া হয়।