ডি-কোম্পানির নাম করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল গতকাল। সেই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করে মালদা জেলা পুলিশ। ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর ধৃত মূল অভিযুক্তের নাম শাহাদাত শেখ। তিনিই ফোন করেছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। সেজন্য তিনি মালদা থেকে কলকাতা গিয়েছিলেন। কলকাতা থেকে ডি-কোম্পানির নাম করে হুমকি দেন বলে অভিযোগ। পরে ফের মালদা ফিরে আসেন। অভিযোগ পাওয়ার পরেই মালদা জেলা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশিতে নেমেছিলেন। সেই তদন্তেই বড় সাফল্য মিলল। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।