গোষ্ঠী সংঘর্ষ সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি এলাকা। সেই ইস্যুর প্রতিবাদে একাধিক কর্মসূচি নিচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কাঁথিতে মিছিল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। ২ এপ্রিল মামলার শুনানি হতে পারে। মোথাবাড়ি কাণ্ডে শাসক-পুলিশ যোগসাজশের অভিযোগ তুলে রাজনীতি শুরু করেছে রাজ্য বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথি, শুভেন্দু-গড়ে মঙ্গলবার মিছিল করার কথা ছিল বিজেপি নেতৃত্বের। কিন্তু সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। আগে থেকে প্রশাসনের কাছে এই মিছিলের কথা জানানো হয়েছিল। কিন্তু গতকাল, সোমবার রাতে সেই মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুদের। বার সেই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই বিষয়ে আবেদন করা হয়। আবেদনে জানানো হয়, ৩ এপ্রিল কাঁথিতে মিছিল করতে চায় বিজেপি। বিচারপতি ঘোষ মামলা গ্রহণ করেছেন। বুধবার, ২ এপ্রিল শুনানি হবে বলে খবর। অন্যদিকে, মোথাবাড়ি যেতে চেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি স্রেফ নিরাপত্তারক্ষীদের নিয়ে সেখানে যেতে চান বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই এই আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =