তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাই পালটা রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কন্যা সুরক্ষা নিয়ে শিলিগুড়িতে সরকারি কার্যালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন তিনি। কিন্তু বিজেপির সেই কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির পুুলিশ কমিশনার সি সুধাকর জানান, বিজেপিকে চিঠি পাঠিয়ে ওই কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে। তবে কর্মসূচির আইনি অনুমোদন চেয়ে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যুব মোর্চা মামলা করতে চলেছে বলে জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
কসবার আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিরোধী শিবির রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে। বিরোধী দলনেতা কন্যা সুরক্ষা কর্মসূচি ঘোষণা করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইস্যুতে মিছিল করার কথা বিজেপির। ২১ জুলাই, শহিদ দিবসের মতো শাসক শিবিরের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। একদিকে কলকাতায় যখন তৃণমূল কর্মীদের জমায়েত হবে, সেসময় বিরোধী শিবির রাজ্যের অপর প্রান্তে মিছিলের পরিকল্পনা করেছে। কিন্তু পুলিশ সেই কর্মসূচির অনুমতি দিল না।