বিশ্বভারতীর নতুন উপাচার্য কৃষি বিজ্ঞানী অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।
দীর্ঘদিন পর বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন ড. প্রবীর কুমার ঘোষ। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুর অনুমোদনে তিনি আজ বিশ্বভারতীর নতুন উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন।প্রবীর কুমার ঘোষের জন্ম মুর্শিদাবাদের কুমারপুরে। প্রবীর কুমার ঘোষ ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতীর ছাত্র ছিলেন। ৪ দশক পরে একই বিশ্ববিদ্যালয়ে তিনি ভিসি পদে ফিরছেন। তারপর উত্তরাখণ্ডের পন্তনগরের জিবি পন্ত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ছত্তিশগড়ের রায়পুরে আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্টের ডিরেক্টর পদে ছিলেন। তার আগে ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেস এবং কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডালস রিসার্চ-এ কাজ করেছেন।