আগামী ৭ই এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে পারে মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান নবনির্মিত ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের!
প্রাসাদ প্রকল্পে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান নবরূপে নির্মিত মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের আগামী ৭ই এপ্রিল উদ্বোধন হতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। অর্থমন্ত্রী জানান, ত্রিপুরার মানুষ চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত ধরে এই নবরূপে নির্মিত মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের উদ্বোধন হোক। তবে প্রধানমন্ত্রী যেহেতু প্রচন্ড ব্যস্ত কর্মসূচির মধ্যে থাকেন তবে আগামী ৭ই এপ্রিল যাতে নবরূপে নির্মিত মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের উদ্বোধন করা যায় এমন একটি তারিখ তারা আলোচনার মধ্যে রেখেছেন এবং ত্রিপুরারা মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে পাশাপাশি মন্দিরের পবিত্রতা রক্ষায় মন্দির চত্বরে আমিষ খাবার বন্ধ করে শুধু এখানে নিরামিষ খাবার চালুর বিষয়টিও ইঙ্গিত দিন। তাছাড়া মন্দির চত্বরে নেশা সহ অবৈধ কার্যকলাপ কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী